Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 

সিটিজেন চার্টার

উপজেলা সমবায় কার্যালয় ফকিরহাট,বাগেরহাট কর্তৃক প্রদত্ত সেবা সমূহ।

=========================================

০১। এলাকার বিভিন্ন পেশাজীবি মানুষকে সমবায় সমিতি গঠন ও নিবন্ধন কার্যে সহযোগিতা করা।

০২। নিবন্ধন পরবর্তী সময়ে

(ক) সমিতির আর্থিক হিসাব বিবরণী ও কার্যক্রমের উপর বিধিবদ্ধ নিরীক্ষা কার্য সম্পাদনে সহযোগিতা করা।

(খ) সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটি গঠনে নির্বাচন কার্যক্রমে সহযোগিতা করা।

(গ) সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা(এজিএম) অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করা।

(ঘ) সমবায় সমিতির ধার্যকৃত অডিট ফি (সরকারী রাজস্ব)আদায়পূর্বক সরকারী কোষাগারে জমাদানে সহযোগিতা করা।

(ঙ) সমবায় সমিতির আর্থিক কার্যক্রমের উপর পরিদর্শন কার্যক্রম করা।

(চ) সমবায় সমিতির ধার্যকৃত সমবায় উন্নয়ন তহবিল আদায়ে সহযোগিতা প্রদান করা।

(ছ) সমবায় সমিতির সদ্যদের ভ্রাম্যমান প্রশিক্ষণ আয়োজন ও প্রশিক্ষণে সহযোগিতা করা।

(জ) সমবায় সমিতির সদস্যদের  আঞ্চলিক সমবায় শিক্ষায়তন ও সমবায় একাডেমিতে প্রশিক্ষণার্থী প্রেরণে সহযোগিতা করা।

(ঝ) আয়বর্ধক মূলক কর্মকান্ডে নিয়োজিত সমবায়ীদের উদ্ধুদ্ধকরণ ও পরামর্শ প্রদান করা।

(ঞ) উৎপাদন ও সেবা খাতে এলাকার পেশাজীবি মানুষকে সমবায় সমিতি গঠনে উদ্ধুদ্ধ করা।

(ট) সমবায় সংগঠনে উন্নয়ন প্রকল্প গ্রহণে পরামর্শ ও সহযোগিতা করা।

(ঠ) সমবায় সংগঠনের মাধ্যমে বেকার যুবক যুবতীদের কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি করা।

৩। সমবায় অধিদপ্তরের আদেশ নির্দেশ ওয়েব সাইটে প্রকাশের ব্যবস্থা গ্রহণ করা।

 

 

উপজেলা সমবায় অফিসার                                                                                                                                                                                ফকিরহাট,বাগেরহাট

টেলিফোনঃ-০৪৬৫৩-৫৬০৪৭                                                                        

ucobfakirhat@gmail.com